ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩১ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে ৫২ জনের করোনা শনাক্ত হয়।
এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৮৯০ জনে।
ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সোমবার তাদের ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ২৯ জনই সিলেট জেলার বাসিন্দা। আর বাকি দুজন সুনামগঞ্জের।
সিলেটে নতুন শনাক্তদের মধ্যে চার চিকিৎসক রয়েছেন। তাদের মধ্যে তিনজন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের।
এদিকে, শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান যে তাদের ল্যাবে সোমবার ১৫৪টি নমুনা পরীক্ষা করা হলে ৫২ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। তাদের মধ্যে সিলেট জেলার ১০, সুনামগঞ্জের ১৯ ও হবিগঞ্জের ২৩ জন রয়েছেন।
পুরো দেশের চিত্র:
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ২৮১ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, নতুন করে ২ হাজার ১৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে সোমবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটের আস্থার জায়গা শাবিপ্রবির করোনা শনাক্তকরণ ল্যাব
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন যে ৩৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৯ এবং নারী চারজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৩৬৪ জন বা ৭৮.৫৮ শতাংশ এবং নারী ৯১৭ জন বা ২১.৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩৭ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৮০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৮৮৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৫.৪৬ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।